মাতৃ রূপেণ

Diwali, Friends, Ideas, Protest, Red, Story, বাংলা

“ওঁম! মহামায়ে জগন্মাতঃ কালীকে ঘোর দক্ষিণে, গৃহাণ বন্দনম দেবী নমহস্তে পরমেশ্বরী!!”

বাহ্! এই পুরোহিত বাছার মন্ত্রোচ্চারণ বেশ স্পষ্ট তো!

তবু আমার নজর তো বারবার চলে যাচ্ছে ঐ অনতিদূরে গাছে বেঁধে রাখা শিশুটার দিকে……….নরম কালো পশমে ঢাকা চকচকে কচি এক ছাগ শাবক।

পুজো প্রায় শেষ ……..অনেক আয়োজন, উপাচার …….. ওইতো আমার অতি পছন্দের টকটকে লাল এক শো আট রক্তজবার মালা…….আহা!

এর ই মধ্যে প্রলয় নিনাদে বেজে উঠলো ঢাক কাঁসর ডঙ্কা।
.
.
.
.
.
.
.
আর এখন আমার পায়ের কাছে পড়ে আমার ই একটি সন্তান ………. নিষ্পাপ ……….. স্তব্ধ ………. লাল ………..!

 

 

লেখক পরিচিতি ~ সমালী দাস চক্রবর্তী

প্রচ্ছদচিত্র উৎস ~ thequint.com

প্রচ্ছদচিত্র অলঙ্করণ ~ Anari Minds

2 comments

Comments are closed.