খুকুমণি ও অনাত্মীয় (পার্ট ৩)

Bus, Humor, Ideas, Satire, Series, Story, বাংলা

খুকুমণি ও অনাত্মীয় (পার্ট ১)

খুকুমণি ও অনাত্মীয় (পার্ট ২)

জ্যেঠুদের নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই বুঝলাম। এ মেয়ে সব জানে, কিন্তু কিছুই জানাবেনা মনে হচ্ছে। সন্ধ্যেও হয়ে আসছে, ভাবছি এবার বাড়ি ফিরে যাই। এমন সময় বাইরের গেট খোলার শব্দ।

খানিকক্ষনের মধ্যেই দেখি একটা লাল রঙের ষাঁড় ঘরের মধ্যে ঢুকছে। আর তার পিঠে চেপে আছে একটা লোক, দুহাতে দুটো ক্রেডিট কার্ড। লোকটাকে দেখেই মেয়েটা হাত তালি দিতে দিতে উঠে দাঁড়ালো।

এইতো নাড়ুদা আসে গেছে। এবার আমার সব ঋণ মাফ।

আমার মাথাটা কেমন যেন ঘুরছে। কাল রাতের নেশাটা এখনো যায়নি মনে হচ্ছে।

লাল ষাঁড়টা কোথা থেকে জোগাড় করলেন?” জিজ্ঞাসা না করে পারলামনা।

প্রশ্ন শুনে নাড়ুদা গম্ভীর ভাবে আমার দিকে চেয়ে রইলেন। তারপর পকেট থেকে পতঞ্জলীমার্কা সিরাপ বেরকরে একচুমুক দিলেন। “ওটা তোমাদের ন’জ্যেঠু দিয়েছিলো ধর্মতলা মোড়ে।

আর নেওয়া যাচ্ছেনা। এখানে আর খানিক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাবো। জ্যেঠু, খুকুমণি, নাড়ুদা সবাই মিলে তো এতদিন ছাগল বানিয়েই রেখেছে, কিন্তু পাগল আমি আর হতে চাইনা। দৌড়ে ঘর থেকে বেরিয়ে এক্কেবারে রাস্তায়। ত্রিফলার নীচে দাঁড়িয়ে খানিক বুক ভোরে নিঃস্বাস নিলাম। তারপর রওনা দিলাম বাড়ির দিকে। কোন বাস ধরবো ঠিক মনে করতে পারলামনা। একটা ট্যাক্সিতে উঠে পড়লাম। মিটারের ওপর কুড়ি টাকা বেশি দিলেই হবে।

 

লেখক পরিচিতি ~ শান্তনু দাস

প্রচ্ছদচিত্র উৎস ~ unboxedwriters.com

প্রচ্ছদচিত্র অলঙ্করণ ~ Anari Minds