ও প্রান্তে

Anirban & Arijit, Conversation, Ideas, Love Story, Marriage, Nostalgia, Saddest Stories Are The Best Stories, Short Story, Story, আদতে আনাড়ি, বাংলা

– হ্যালো, হ্যালো?

– পৃথা , ভাল আছো?

কে বলছেন আপনি?

– এই ৪০ বছরেও তোমার গলার স্বর একটুও বদলায়েনি, আমারটা জানি অনেক ভেঙেছে।

– মাফ করবেন, চিনতে পারলাম না আপনাকে।

– মনে করে দেখ, মোটা ফ্রেমের চশমা, ভিখুর চায়ের দোকান, লেকের ধারের রাধাচূড়া গাছটা, ইয়ে শাম মাস্তানি গানটা বাংলা করে গাওয়া বৃষ্টিতে ভিজতে ভিজতে।

– আ, আবির?

– দিনগুলো মনে আছে তোমার?

– এই নম্বর কোথা থেকে পেলে?

– সে এক মজার গল্প, আগে বল সংসার কেমন করছ। ছেলেমেয়েরা সব বড় হয়ে গেছে তো?

 ছেলে নয়, শুধু মেয়ে, গতবছর বিয়ে দিলাম। তুমি বিয়ে করেছিলে?

– করেছিলুম তো, তাই জন্যই আবার তোমার দেখা পেলাম।

–  হেঁয়ালি করার স্বভাবটা তোমার রয়েই গেছে দেখছি। আমি রাখছি।

– আচ্ছা বলছি, বলছি, হ্যালো, শুনতে পাচ্ছ?

– বল।

– একটুতেই আজও রেগে যাও, বিয়ে করেছিলাম তো, মফস্বলের মেয়ে, আমাদের কোন জুনিয়র নেই, ঝাড়া হাতপা।

– এর সাথে নম্বর পাওয়ার কি সম্পর্ক?

– কালকে হটাৎ ওকে হাসপাতালে ভরতি করতে হল বুঝলে, হার্ট  অ্যাটাক, আই সি ইউ এর বাইরে দাড়িয়ে আছি, ডাক্তার বাবু দেখে বেড়িয়ে সব বললেন, তারপরে মানিব্যাগ থেকে ভিসিটিং কার্ড বার করে দিলেন, তখনই দেখলাম তোমাকে, মানিব্যাগের ফাঁক দিয়ে কয়েক মুহূর্তের জন্য উঁকি মেরেছিল ছবিটা,  চিনে নিতে ভুল হয়নি, কার্ডেই বাড়ির ল্যান্ডলাইন নম্বরটা পেয়ে গেলাম, আর আজকে সাহস করে করেই ফেললাম ফোনটা।

– কেমন আছেন তোমার ওয়াইফ এখন?

– বুকের ঘা, সারতে সময় লাগবে বলেছেন তোমার পতিদেব।

– হুঁ, তাড়াতাড়ি সেরে উঠবেন আশা করি। আমি এখন রাখছি।

– হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো, তোমার অনেকটা সময় নষ্ট করেদিলাম আজকে।

– ভাল থেকো আবির।

– তুমিও পৃথা, বাই।

– এই আবির শোনো, বলছি পরে কখন আবার….

 

ও প্রান্তে সংযোগটা তখন বিচ্ছিন্ন  হয়ে গেছে।

 

লেখক ~ অনির্বাণ ঘোষ

প্রচ্ছদচিত্র উৎস ~ Gettyimages.in

প্রচ্ছদচিত্র অলঙ্করণ ~ Anari Minds

5 comments

Comments are closed.