অন্য ভ্যালেন্টাইন

Anirban & Arijit, Conversation, Humor, Love Story, Marriage, Nostalgia, Saddest Stories Are The Best Stories, Short Story, Story, আদতে আনাড়ি, বাংলা

– বুড়ো বয়েসে ভিমরতি দেখ। একখানা বেগুন আনতে বললাম, গোটা বেগুনের ক্ষেত তুলে এনেছে।

– সবাই মিলে আজ বেগুন পোড়া খেতে ইচ্ছে করল গিন্নি।

– পোড়ারমুখো টার নিজের পোড়ার বয়স হয়ে গেল, এখনো শখ গেল না।

– পোড়ার আগেই তো সব কামনা বাসনা মিটিয়ে নিচ্ছি গো।

– ওরে ও বিট্টু! এই মিনসে টা কে নিয়ে যা আমার চোখের সামনে থেকে। আজ বাদে কাল ঘাটে তুলে দিস।

– শেখাও, নাতি কেও মান্ধাতার আমলের খিস্তি শেখাও। আজ পাবে না ওকে। হবু নাথবউ এর সাথে ভ্যালেন্টাইন্স ডে মানাছে দেখগে যাও।

– কি টাইন? বুঝি নে বাপু। সব বেলেল্লাপনার ছুতো।

– হুমম্, এমন ভান করছ যেন ধোয়া তুলসীপাতা। মনে পড়ে স্টেশানের ধারে বকুলগাছের তলায়….

– ওরে কে কোথায় আছিস রে? তুলে নে আমাকে…

– কেউ নেই গিন্নি, শুধু তুমি আর আমি। সেই বকুলবাসরের কোন রেজাল্ট আজ বাড়িতে নেই।

– অ গোবিন্দর মা, তুউ এলি নাকি? দরজায় শব্দ হলো মনে হচ্ছে। গিয়ে দ্যাখো না। হেঁসেল ছেড়ে বাত নিয়ে উঠব কি করে?

– সেদিনও ছিল দুপুর এমন….

– বিট্টুর ভাত বসাতে হবে। চাল এর ড্রাম টা কোথায় যে রাখে বৌমা!

– আর ঘড়ির কাঁটায় তখন, প্রশ্রয়।

– গ্যাস ফুরিয়ে গেছে কাল। বুক করেছিস বুড়ো?

– মনে কি পড়ে সেদিন, বলেছিলাম তোমায়?

– প্রেশারের ওষুধ! খাওয়া হয়নি আজ!

– শিগগির যাও, প্রেশার টা বাড়ছে মনে হচ্ছে। সেদিন দুজনে….

 

বিট্টুর ঝাঁকুনিতে ঘুম ভাঙল রজতের।

 

– কি বিড়বিড় করছিলে ঘুমিয়ে ঘুমিয়ে দাদু?

– তুই এসে গেছিস?

– হ্যাঁ, আর দেখো কাকে নিয়ে এসেছি। আমার ফ্রেন্ড মৌ। মৌ, মিট মাই বেস্ট ফ্রেন্ড, আমার দাদু।

– হ্যালো মৌ, যাও তোমরা ওপরের ঘরে বসে গল্প করো।

 

ইশ্‌, সুনন্দার প্রেশারের ওষুধ টা সত্যিই সেদিন মনে করে দেওয়া উচিৎ ছিল। ঠিক একবছর। রজতের আজ অন্য ভ্যালেন্টাইন্স ডে

 

লেখক ~ অরিজিৎ গাঙ্গুলি

প্রচ্ছদচিত্র উৎস ~ lordapags.com

প্রচ্ছদচিত্র অলঙ্করণ ~ Anari Minds

2 comments

Comments are closed.