ঝরে যাওয়া তারা

Protest, Saddest Stories Are The Best Stories, আনন্দ আকাশ, কবিতার খাতা, বাংলা

যে মেঘ বৃষ্টি হতে পারে নি ,
গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়ে তার চোখে,
যে আগুন শরীর ছুঁয়ে গেছে ,
শীতল অঙ্গার পরে থাকে রাত্রি শেষে ।

রাতের শিউলি ফোটে তার নামে ,
একঝাঁক সুবাস বাতাস জুড়ে ,
খরিদ করতে শত রামধেনু
ছলকানো গ্লাসের রঙিন মদিরাতে ।

ফেনিল হয়ে ওঠে প্রতিটা সকাল ,
যে আলো জানলায় নিঃশেষিত।
পিঠে হাত রাখা সরীসৃপের চুম্বন ,
খোদাই করে নিত্য নতুন ক্ষত ।

ভাবনা লেখনীর দোয়াতে শুধু বন্দি,
কে হিসেব রাখে কত তারা গেছে ঝরে ।
ফসিল হয়ে জমেছে স্বপ্নেরা ,
নীরব সময় গহ্বরে ।।

 

কলমে আনন্দ

ছবি – maxpixel.freegreatpicture.com

অলংকরণ –  আনাড়ি মাইন্ডস