বটের ঝুড়ির নাগরদোলা

Childhood, Friends, Nostalgia, আনন্দ আকাশ, কবিতার খাতা, বাংলা

মন তোর এখনো অধরা ,
চিলতে ছাদে করে খেলা ।
ঘুম দুপুরে আলসে বেলায় ,
বটের ঝুড়ির নাগরদোলা ।

ছোট্ট গাঁয়ের মরা নদী ,
বালিতে যার আঁকাবুকি ,
মাঠের কাদায় ফুটবলে পা ,
স্কুল টিফিনের জীবেগজা ।।

হুতুম পেঁচা , শালিক বুড়ো ,
বুড়ো আংলা ,তারিণী খুড়ো ।
রাজা , কোটালের পক্ষিরাজে ,
ঠাম্মার ঝুলি বর্ষা সাঁঝে ।।

মন বাউল তোর উতাল হাওয়া ,
মুঠোর মাঝে হাজার তারা ,
সময়ের সাথে এক্কা -দোক্কা ,
মন মস্তিষ্কের সরল রেখা ।।

 

কলমে আনন্দ

ছবি – www.flickr.com

অলংকরণ –  আনাড়ি মাইন্ডস