ম্যাচ রিপোর্ট ২ – ব্রাজিল বনাম কোস্টারিকা

Anirban & Arijit, Humor, Other Review, Reviews, Series, বাংলা

১. খেলার শেষে ব্রাজিলের ড্রেসিং রুমের বাইরে লম্বা রেড কার্পেট বিছিয়ে দেওয়া হয়। দুধারে অসংখ্য রিপোর্টারের মধ্যিখান দিয়ে নেইমার হেঁটে যান হাত নাড়তে নাড়তে। ক্যামেরার ফ্ল্যাশের মধ্যেই উনি সেই গুলি খেয়ে পড়ে যাওয়ার সিন আরেকবার করে দেখান।

২. খেলার প্রথম গোলের পর সেলিব্রেট করতে গিয়ে ব্রাজিলের কোচ টিটে পড়ে যান মাটিতে। নেইমার ছুটে এসে ওনাকে উঠিয়ে বলেন, “শেষে আপনিও!”

৩. গতকাল আর্জেন্টিনার হার্টব্রেকিং রেজাল্টের পর আজ ব্রাজিল নীল ও কোস্টারিকা সাদা জার্সি পরে খেলবে ঠিক করেছিল। এই ঘটনা প্রমাণ করে পৃথিবী থেকে মনুষ্যত্ব এখনও হারিয়ে যায়নি।

8. সোনি লিভ-এর বাংলা কমেন্ট্রি শুনে আজ বেশ কিছু মানুষ অসুস্থ বোধ করছেন। কমেন্ট্রি তে শোনা গেছে,

– “খায় যদি খাক আছাড়, তবে সাবধানের নেই মার!”

– “আবার পড়লেন নেইমার, এই নিয়ে দুইবার।”

– “পড়ার কোনও শেষ নাই, ওঠার চেষ্টা বৃথা তাই।”

৫. গ্যালারিতে কাল মারাদোনা ছিলেন মেসির জন্য, আজ বুম্বাদা ছিলেন নেইমারের জন্য। রতনে রতন চেনে, আর….

© অরিজিৎ গাঙ্গুলি