
নতুন জুতা
– তুমার কনও গ্য়িয়ান যে কবে হবেক কে জানে!
– ক্যানে? কী হইছে?
– মাঝরাত পেরায়ে গ্যাছে সে খেয়াল আছে তুমার, নাকি কলকেতা যেয়ে সিটাও ভুলছ?
– শুনঅ ত আগে। একটা ভাল খবর আছে বলেই ন ফোন কইরলম।
– কী খবর?
– আমি ফাস্ট হয়েছি!
– মানে?
– মানে এই এত্তগুলান লোকের মাঝে আমি ইখানে পত্থম হইছি।
– সত্যি?
– বাবা ভৈরবের দিব্যি।
– …
– কী হ্যল? কথা বইলবে ত।
– কী বইলব?
– যা হোক কিছু।
– ফাস্ট হলে যে, উয়ারা কিছু দিবে তুমাকে?
– বাবু বইলেছে একটা সনালি রঙের মেডেল দিবে। হাঁই বড়, দু তিন ফুট তো হবেকই!
– হুম…
– তুই খুশি লোস?
– তুমার খুশি হলেই খুশি। তবে ব্যাটার লেগে দুটা জুতা লাগবেক, জাড়মাস আসছে।
– তুমি কিছু চিন্তা করনি বৌ, অষ্টমীপূজার দিনে আবার হবেক বইলেছে, উদিন জিতে দু‘শ টাকা চেয়ে লিব আমি। ব্যাটার জুতা আমি লিয়েই আসব কলকেতা থেইক্যে।
– তুমি সাবধানে থাকঅ।
– ঠিকাছে, বাবুরা ডাক দিয়্য়েছে, ভোর তক ঢাক বাজাব, তুমি ঘুমায়ে পড়ো ইবার।
~~~☀️ সমাপ্ত ☀️~~~
লেখক ~ সপ্তর্ষি বোস
প্রচ্ছদ ~ google
www.facebook.com/anariminds
#AnariMinds #ThinkRoastEat