
নদ্যন্তর
~|| নদ্যন্তর ||~
কলমে ~ সুব্রত আচার্য্য
আমি একটা নদীকে বয়ে যেতে দেখতে চাই
আমার বুকের উপর দিয়ে
কী জানি
কেন তাকে হতে হবে নদী
এই শান্ত শুষ্ক রুক্ষ উপত্যকার ভিতরে
বইবে চিরে চিরে
গলাবে আছে যত জমানো ভালোবাসা
বরফের
তার কলকল ধ্বনি
ভাঙবে আছে যত বেষ্টনী
মনপাহাড়ের
কেমন হবে সেই নদী
কী জানি
হয়তো একটু খরস্রোতা
অনেক উঁচু পাহাড় থেকে পড়বে ঝাঁপিয়ে
আমার বুকে
তার আত্মঘাতী প্রবঞ্চনাকে
নেব বুক ভরে, অনেক আশায়
চলে যেতে দেব বয়ে
লজ্জানিমগ্ন হয়ে
থাকবো পড়ে আমি মহাকালের মতো শুয়ে
কী জানি
সে কেমন নদী হবে
মনের দিগন্তে পাতবে আঁচল তারায়
ভাঙবে আমায় উল্কা-আঁচড়ে
বা চোখের চপলতায়
তীব্র জোয়ারে উঠবো মেতে আমি
আবার কোন নতুন সভ্যতায়
সময় হলেই সে নেবে টেনে আমায়
কোন অনাহূত বন্যায়
বা ভ্রমের বালিকাদায়
ডুববো আমি আবার
তার ছন্নছাড়া, বিষণ্ণ কোন ভাটায়
আমিও যেতে চাই বয়ে
অন্তঃসলিলা হয়ে
তার পাথুরে বুকের নদীখাত ছুঁয়ে
ধীরে ধীরে
আমার মতো, তাকেও বিদীর্ণ করে
এভাবেই বয়ে যাবো
সময়ের সর্পিল বলয়ে
একে অপরের হয়ে, বা না হয়ে
ছবি উৎস : http://freebigpictures.com
ছবি অলংকরণে : আনাড়ি মাইন্ডস