
লোহার রড
আচ্ছা, লোহার রড বলতে তোমার কি মনে পড়ে? |
একটা খেলা আছে না,চক বললে ডাস্টার, সূর্য্য বললে রোদ্দুর, |
সেই রকম যদি খেলি আমরা… |
কি মনে পড়ে তোমার, যদি আমি বলি লোহার রড? |
বহুতল বাড়ি, উচুঁ উড়ালপুল, শ্রমিক ইত্যাদি? |
আমার কি মনে পড়ে যায় জানো? |
মনে পড়ে যায় অন্ধকার |
মনে পড়ে কান্না রাগ কষ্ট |
মনে পড়ে রক্ত, মনে পড়ে ভীষণ শীতে জমে যাওয়া দুটো প্রায় নগ্ন শরীর |
মনে পড়ে অসহায় বন্ধুত্ব |
আমার মনে পড়ে অসহ্য নির্লিপ্তিতে পাশ কাটিয়ে চলে যাওয়া অজস্র না-মানুষ, |
আমার মনে পড়ে নিষ্ঠুর কয়েকটা হাত যেগুলো কোনো এক সময় অবধি মানুষের ছিল। |
আর আমার ভয় করতে শুরু করে অমনি। |
সেই দিন টার পরে আরো সাত সাত টা দিন আমি পালিয়ে পালিয়ে বেড়িয়েছি খবর টা থেকে.. |
আমি বুঝতে পারছিলাম কিছু একটা ভয়ঙ্কর হয়েছে কোথাও, |
কারণ ধর্ষন গণধর্ষণ শিশুহত্যা ভ্রূনহত্যা যুদ্ধ সব ই তো গা-সয়ে গেছে আমাদের মোটা চামড়ায়। |
তার পরে ও আমার আশে পাশের মুখগুলো দেখে আমি আঁচ করছিলাম যে ভীষণ কিছু ঘটেছে, |
আর তাই আমি পালাছিলাম |
আমি পালাছিলাম খবরের থেকে, যেকোনো আড্ডা থেকে |
কিন্তু শেষ রক্ষা হল কৈ? |
ধরা পড়ে গেলাম শেষমেশ। |
আমায় জানতে ই হল শেষ পর্যন্ত সব কিছু… |
আর তাই আজ যখন আমি তোমার সাথে এই খেলা টা খেলছি |
তখনো কেউ প্লিজ লোহার রড বোলো না… কলমে ~ বিদিশা পাল ছবি উৎস ~ boksburgadvertiser.co.za অলংকরণে ~ আনাড়ি মাইন্ডস |