ছায়াপথিক

Love Story, কবিতার খাতা, বাংলা

এখনো কি বাসো ভালো?
সেই গঙ্গোত্রী থেকে
বিন্দুতে বিন্দুতে তৈরি ভালোবাসা
আছে নাকি বাকি আজও দুই ফোঁটা?
দুই হাতের মুঠোয় লুকানো
নাম-না-জানা ভোরের ফুলের মতো?

যদি থাকে তবে আমায় নিয়ে
কবিতা লিখো আগের মতো
বাসা বুনো বাবুইয়ের ছন্দে
জোনাকির আলোয় মিথ্যে হবে রাত
থাকবে পড়ে নিশ্চুপ দুই ঘাট
কেউ আসবে না অভিমানে
বন্দি ফুলের গন্ধে উঠবে ভরে হাত

বাসো কি এখনো ভালো?
তবে নিয়ে যেও আমায় আবার
আকাশকুসুমে ভরা ছাদে
তোমার সাথে অনেক গল্প বাকি
কত কথা বলবো বলে
এখনো গুছিয়ে রাখি

বাসো কি ভালো, এখনো?
না বাসলে ফেলে দিও চিঠি
তবু কবিতা লিখো দেখি
যাবো বুঝে, কাকে বাসো বেশি ভালো;
তোমার ছায়ার অন্ধকার,
না, আমার ছায়াপথের আলো!

কলমে ~সুব্রত
ছবি উৎস ~ pexels.com
অলংকরণ ~ আনাড়ি মাইন্ডস