ঝগড়া

Friends, Humor, Love Story, Short Story, Story, বাংলা

আর ঝগড়া করবি?

ঝগড়া আমি করলাম? এত বড় মিথ্যে আমার ওপর চাপালি? বাজে ছেলে, মিথ্যেবাদী তুই , প্রবঞ্চক , ঠগ্‌ …… ইয়ে

তোর আর আমার তফাত কোথায় জানিস? রেগে গেলে তোর ভাষাটা বড্ড শুদ্ধ হয়ে যায় আর আমার টা……

ভাল হচ্ছেনা কিন্তু, প্রচন্ড মাথা গরম হয়ে আছে, হাত চলে যাবে

আমার ও পা চলবে তাহলে?

কি? কি? তুই আমাকে ……

দৌড়ে পালিয়ে যাবো

যা, যেখানে ভালো লাগে যা। তোর সব কিসব মামনি আছে, চান্দ্রেয়ী, দেবপর্নাতাদের কাছে যা, আমাকে আর ভাল লাগেনা জানি। মন থেকে মুছে দিয়েছিস। সেদিন আইসক্রিম খেলি ইশিতার সঙ্গে। তাও জানি।

আমি মুছে দিয়েছি তোকে? আমি? ………শোন শোন, এই দেখো, কান্নাকাটিআরে চললি কোথায়?

মরতে

আমার সঙ্গে চল, শর্টকাট জানি

সিরিয়াসনেস বলে কি কিছুই নেই রে তোর মধ্যে? অপদার্থ একটা। কেন যে তোর কথায় ভুলে তোকে……

প্লিজ প্লিজ মল্লিকা। ভাল তুই বাসিসনি আমাকে।

এক থাপ্পড় মেরে দাঁত কটা ফেলে দেবো তোর শয়তান। লজ্জা করেনা?

ভাল তুই একজনকেই বাসিস। আমি তোর বন্ধু। খুব কাছের বন্ধু। কিন্তু……

আমি কি করি বল তো? তোরা আমাকে এই ভাবে মেরে ফেলবি? তোরা দুজন? আমি দু টুকরো হয়ে যাচ্ছি

স্বীকার করলি?

তোর কাছে মিথ্যে বলে কি লাভ বল? তুই যে বড্ড কাছের, বড্ড আপন।

তাই বুঝি কাল ঠেলে সরিয়ে দিলি?

তুই মুখটা কাছে আনলিইয়াকতোর মুখে বিচ্ছিরি পোড়া গন্ধ

সিগারেট থেকে পদ্মফুলের গন্ধ বেরোনো সম্ভব না। আসলে তোর হয়ত ওর কথা মনে পড়ছিল

তুই খুব বাজে ছেলে………

সেই তো। আমিই বাজে খারাপ দুশ্চরিত্র

জানিস বাবু, ও যখন মুখটা কাছে আনে, কি সুন্দর যে লাগেবড্ড

আমাকে এই গুলো শোনাবি? কি নিষ্ঠুর মেয়ে রে বাবা!!!

ওর নিশ্বাসের ফোঁস ফোঁস শব্দ আমার কানে বাজে। সব সময় ওর কথা মনে পড়ে। ওর চোখ দুটো, মুখটাআমাকে ছাড়া কিছুই যেন জানেনা বেচারা

প্লিজ মল্লিকা…… স্টপ ইট

না , তোকে শুনতেই হবে। শুনতেই হবে। কেন ভালোবেসেছিস আমায়?

না। শুনতে চাই না।

জানিস, দুষ্টুটা আমার গাল চেটে দেয়

জঘন্য

কেন তুই সহ্য করতে পারিস না বাবু ওকে? আমার বাদশাকে?

পারিনি , পারিনা, পারবনা। আমি কুকুর পছন্দ করিনা। তুই তোর কুকুর ছানার গল্প বলা প্লিজ বন্ধ কর।

~~~~^^^~~~~

©️সোমনাথ চট্টোপাধ্যায়