মার দিয়া!

Anirban & Arijit, Humor, আদতে আনাড়ি

– স্যর স্যর! ও স্যর! জলদি উঠুন। ভারত অ্যাটাক করে দিয়েছে!

– হুশ, টুইট করেছে দেখগে যা অ্যাটাক হবে বলে। এখানে পৌঁছতে বহুত দেরি। কাঁচা ঘুম ভাঙাস না বাল।

– স্যর, ওই যে আওয়াজ শুনতে পেলেন? অলরেডি তিনটে ছাউনি গুঁড়িয়ে দিয়েছে।

– অ্যাঁ! তা অ্যাটাকখানা করল কিসে? স্থলে না জলে?

– নভতলে স্যর!

– মার গেঁড়েছে! খবর দে আমাদের জঙ্গি ব্যাটেলিয়নদের।

– স্যর, ওরা হাঁটতে পারে, দৌড়তে পারে, গড়াতে পারে, গ্যাঁড়াতে পারে, বুকে মাইন বেঁধে ফেটে যেতে পারে। কিন্তু উড়তে পারে না। চতুর্থ ছাউনিও উড়ে গেল স্যর।

– আমাদের ছাউনিটা কত নম্বরে?

– তেরো।

– কতক্ষণ লাগবে ওদের পৌঁছতে?

– এসে পড়ল বলে।

– ফোনটা দে। নবাবকে লাগা একটা।

ব্রুউউ ব্রুউউ, ব্রুউউ ব্রুউউ…

– হ্যাল্লো!..

– হুজুর, আদেশ দিন।

– ইন্ডিয়া যদি দয়শাতগর্দি করে, তবে ইনশাল্লাহ আমরা রিটালিয়েট করব।

– ওসব বাতেলা ফেবু লাইভে দেবেন হুজুর। এদিকে পাঁচখানা ছাউনি গন। বলুন কী করব।

– ছাউনি গন? হতেই পারে না। প্রুফ কী?

– প্রুফ স্যর আর এক দু মিনিটের মধ্যেই পেয়ে যাবেন, যখন এই লাইনটা কেটে যাবে।

– ইনশাল্লাহ, ইতনি হিম্মত! “পাফ” পাঠাচ্ছি দাঁড়াও সকালের দিকে।

– সকাল? স্যর আমরা কেউ আস্ত থাকব না ততক্ষণ!

– মালুম হ্যায়! পাফ গিয়ে সব সাফ করবে। মানে, প্লেন থেকে নেমে অন্ধকারের মধ্যেই সব বডি সরিয়ে ফেলতে হবে। কোনও চিহ্ন যেন না পাওয়া যায় তোদের। তাপ্পর বেলার দিকে আমার প্রেস বিজ্ঞপ্তিটা শুনিস খালি।

– এইভাবে আর কতদিন হুজুর? যা বলেন তাই তো শুনি আমরা। আর ইনসাফ দিচ্ছেন এইভাবে? বুকে আরডিএক্স বেঁধে দাঁড়িয়ে পড়ি লোকসমক্ষে শুধু দেশের কথা দশের কথা ভেবে। আর আজ কিনা ছুঁচোর মতো মারা পড়ব আমরা! ইয়া খুদা আজ তোর পশ্চাৎ আমরাই মারব দেখে নিস।

(লাইন ডিসকানেক্টেড)

– এ কী করলেন স্যর! নবাবের ফোন কেটে দিলেন!

– বাল ছেঁড়া গেছে। সবাইকে খবর দে ডেরা থেকে বাইরে বেরিয়ে বুক চিতিয়ে দাঁড়াতে। বডির লাইন লেগে যাক। দেখি ব্যাটারা কেমন করে সাফ করে সকালের মধ্যে। মরতে তো ওয়ারা হবেই। ওরটা মেরেই মরি চল।

||

সকালে নবাবের টুইট –

খবরে শুনলাম কাল রাতে ইন্ডিয়ান এয়ার ফোর্স এসে নাকি আমার ইয়ে মেরে দিয়ে গেছে। আজব কেস! হাত বুলিয়ে দেখছি ইয়েটাই নেই আমার। ছবি তুলে প্রুফ দিয়ে দিচ্ছি। তাহলে, মারল টা কী ওরা?

ভারতীয় সেনার রিটুইট –

The answer my friend is blowing in the wind. The answer is blowing in the wind.
??

?

© অরিজিৎ গাঙ্গুলি

**ছবি ইন্টারনেট থেকে