আনন্দ আকাশ
স্বপ্ন আর বাস্তব মাঝে, এক মায়াবী অরোরা,
যেন তুলি দিয়ে আঁকে প্রতিক্ষণ,
নাম না জানা শব্দ, বাতাসের কিঙ্কিণী,
সাথে স্পন্দিত এক বাউল মন,
অবিরত ছুটে চলে আকাশ ভেলায়,
পিঠে তার শ্বেতশুভ্র ডানা,
কভু ভেজে মেঘের নীরে, কভু নদীর তীরে,
নিচে সবুজ , উপরে নীলের সামিয়ানা,
হয়ে যাযাবর , বাঁধন ছাড়া এক পরিযায়ীর,
পলক পরে আছে জড়িয়ে স্বপ্নের রেশ,
কাল? সে যে অনিশ্চিত, কি হবে সে কথা ভেবে?
শুধু থাকুক না, এই ক্ষণ, এই সময়, আনন্দের আবেশ।
আনন্দ-র জন্ম 1st April 1984, বীরভূম জেলার চৌহট্টে। এম.সি.এ এবং এম.বি.এ পাশ করে বর্তমানে কলকাতায় তথ্যপ্রযুক্তি কেন্দ্র কগনিজ্যান্ট-এ কর্মরত। প্রযুক্তিবিদ্যায় পারদর্শীতার পাশাপাশি ওনার লেখনীর দৌরাত্ম ও অতুলনীয়! একটি স্বরচিত কবিতা সংকলনের বই প্রকাশ আনন্দর স্বপ্ন। সেই তিলে তিলে গড়ে ওঠা স্বপ্নের স্বাদ পেতে পারেন Whispering Mirror -এ। দৈনন্দিন জীবনের টুকরো টুকরো অভিজ্ঞতা ওনার মুখ থেকে শোনার আনন্দই আলাদা। অশেষ ধন্যবাদ আনন্দ বাবুকে আমাদের anariminds.com এ ওনার ছোটগল্প পাঠানোর জন্য। উপভোগ করতে থাকুন ওনার ভিন্ন স্বাদের গল্পমালা।

ছন্দপতন
ট্রামের লাইন বৃষ্টি বিকেল ,
কফিহাউস আর কাটিং চা ,
তোর নিচের ঠোঁটের তিলে ,
আমার আঁকা সরলরেখা ।
#কবিতার খাতা #ভ্যালেনটাইন ডে #আদতে আনাড়ি

সব সাজানো ঘটনা
” একজন কে বললাম , পরীক্ষা দিতে গেলে এক্সাম হলের সামনে আমার বন্ধুত্ব দাঁড়িয়ে থাকবে , ভয়ে আর পরীক্ষাই দিলো না । আর একজন শুনলো না , তো কি আর করবো, বন্ধুত্বের প্রমান দিতেই হলো, ও এখন হাসপাতালে ।”
#AnariMinds #ThinkRoastEat

গৃহশান্তি
এতো মহা জ্বালা , সারাদিন সবার আলোচনার বিষয়বস্তু কি – কি কারণ হতে পারে ? পুরো শার্লক হোমস , ফেলুদা , ব্যোমকেশ, সবার মতো করে ভেবেও কুল কিনারা করা যাচ্চে না , চাপা উত্তেজনা চারিদিকে । তো , বিকেলের টি – ব্রেকে চেপে ধরা হলো , ” আরে গৃহশান্তি ভায়া , ওই যে ভাগাড়ের মাংসের খবর , সে জন্যেই তো আমার বাড়িতে শান্তি ফিরে এলো ! ” ” একটু খুলে বলো দাদা ! ভাগাড়ের মাংসের সাথে তোমার ঘরের শান্তির কি সম্পর্ক ?”
#AnariMinds #ThinkRoastEat

একেই কি বলে চাকরি ~ স্টেপ ~২ ~ ন-লেজ ট্রান্সফার
এই লেখার শুরুতেই বলেছিলাম , আমরা ভবঘুরে, আমাদের ইন্ডাস্ট্রি তে একটাই কন্সট্যান্ট – ” চেঞ্জ ” । তো আজ যে আপনার পাশে বসছে হটাৎ দেখবেন সে বসছে না তার জায়গায় নতুন একজন , আবার সে কিছুদিন পর দেখবে আপনি বসছেন না ওর পাশে । নতুন ঘরের বাসিন্দা আপনারা তখন , কেয়ার অফ নতুন কোম্পানি । তো যখন ই কেউ পাতা ফেলে (পড়ুন রেজিগনেশন দেয় ) বা ছুটি তে যায় একটা কেটি প্ল্যান অবশ্যম্ভাবি । মোটিভ সিম্পল, একটা ছোট ক্রাশ কোর্স করিয়ে একটা ব্রেইনের ক্লোন বানানো আর কি ।
#AnariMinds #ThinkRoastEat

খবর কিছু খবর
তো , ঝালে ঝোলে অম্বলে , বিজেপি – তৃণমূলে, এরকম চলছে চলতে থাকুক । আমাদের খবর নিয়ে কথা ,ওটা না পড়লে যে পিছিয়ে পড়বো ! সো , ঘন্টাখানেক সঙ্গে থেকে নিখাদ নিজের রসবোধের যত্ন নিন ,যুক্তি তর্কের দরকার নেই !! অন্তত আপনার সকালের সবজি বাজার , মাছের বাজার , ছেলের স্কুল এসবের মাঝে আপনাকে দুনিয়া টা ঘুরিয়ে আনছে মাত্র কিছুক্ষনের মধ্যে !! তাই , “বর্তমানে “ থাকুন , “ আনন্দে “ থাকুন , “প্রতিদিন“ “সকালবেলা“ খবরের কাগজ পড়তে থাকুন !!
#AnariMinds #ThinkRoastEat

একেই কি বলে চাকরি ? ~ স্টেপ-১- অনবোর্ডিং
আমরা দুটি দেবশিশুর জন্য নন্দনকাননে পারিজাতের নিচে ৬০ জন সখা – সখি (পড়ুন আই টি ইঞ্জিনিয়ার ) অপেক্ষা করছে । আমরা কাল-ই রওনা হয়ে যায় যেন , একজন সখা মর্ত্য লোকে এসেছিলো কিছু সাংসারিক কর্তব্য পালনে ( পড়ুন বাবা-মার সাথে দেখা করতে)। আমরা যেন তার সাথেই কাল পুষ্পক রথে রওনা দি । আরে মশাই , ট্রেনের জেনারেল কম্পার্টমেন্ট আবার কি ? উঃ এতো সুন্দর ছন্দ টা কেটে দিলেন তো পার্থিব আলোচনা এনে । চলতে থাকুন ( পড়তে থাকুন) ।
#AnariMinds #ThinkRoastEat

হ্যাপি বেঙ্গলি নিউ ইয়ার
কালকেও আপনার মেয়ে বাড়ি ফিরতে দেরি করলে আপনার মাথায় খারাপ চিন্তায় আসবে , একটা ভয়হীন আকাশ কি দেওয়া যাবে নতুন বছরে ?
নতুন বছরে কি ফুটপাথের ভিখারি টা ভালো ভাবে খেতে পারবে? ওদের কাছে নতুন , পুরোনো সব দিন এক ।
অনেক কিছুই পরিবর্তন হয়তো হবে না । নতুন বছরে সব একই থাকবে , শুধু যেটা বদলাবে – আপনার দেয়ালে টাঙানো ক্যালেন্ডার ,আর একটা বছর শুধু বেড়ে যাবে , আপনার ,আমার , আমাদের সব্বার জীবনে ।
#AnariMinds #ThinkRoastEat

বে-জাত
রেজাউল একটা টুপি পরে আসতো খেলতে , অনেক তোয়াজ করে , ৩ টা মার্বেল দিয়ে একদিন ওটা বাগিয়েছিলাম । সদর্পে বাড়িতে ঢোকার পর ই বুঝলাম কি একখান এটম বোমা নিয়ে এসেছি , মা ওটা ছিনিয়ে সরিয়ে রেখে দিলো যাতে বাবা দেখতে না পায় – কিন্তু ব্যাড লাক খারাপ । বাবার নজরে পড়েই গেলো – তারপর কিছু মধুর ভাষণ -“রিন্টু একটা কুলাঙ্গার, বংশের মুখ ডোবাবে ইত্যাদি ইত্যাদি , ” । কারণ টা বুঝতে আমার অনেক দিন লেগেছিলো , মা বুঝিয়েছিল ওই টুপি রেজাউল রা শুধু পরে , আমার পড়া উচিত না । পরে এক মন্দিরে গিয়ে দেখেছিলাম ওখানেও পুরোহিতরা টুপি পরে , মোদ্দা কথা ধর্ম প্রচারী রা কোনো না কোনো ভাবে আমাদের টুপি পড়িয়েই ছাড়ে ।
#AnariMinds #ThinkRoastEat

বটের ঝুড়ির নাগরদোলা
হুতুম পেঁচা , শালিক বুড়ো ,
বুড়ো আংলা ,তারিণী খুড়ো ।
রাজা , কোটালের পক্ষিরাজে ,
ঠাম্মার ঝুলি বর্ষা সাঁঝে ।।
#Rhymics #AnariMinds #ThinkRoastEat

ঝরে যাওয়া তারা
ফেনিল হয়ে ওঠে প্রতিটা সকাল ,
যে আলো জানলায় নিঃশেষিত।
পিঠে হাত রাখা সরীসৃপের চুম্বন ,
খোদাই করে নিত্য নতুন ক্ষত ।
#AnariMinds #ThinkRoastEat #Rhymics

সুপ্তনীড়
মায়ের কথার মাঝেই অনুপম বলে উঠলো- “ভাল্লুক ? তোমাদের সময় টেডি ছিল নাকি ? জানো মা আজ টেডি ডে ।” – আসলে অনুপম প্রসঙ্গ চেঞ্জ করতে চাইছিলো , যাতে মা আর না কাঁদে | ওর ও মন ভারি হয়ে এসেছে , ছোটোবেলার মামাবাড়ির স্মৃতি ও এই বাড়ির সাথেই মিশে ধুলো হয়ে গেল ।
#AnariMinds #ThinkRoastEat

সান্টা বুড়ি
ছা পোষা বাঙালির প্রথম বিদেশ যাত্রা , এবং প্রথম শীতের ছোবল । জ্ঞানত সব থেকে গরম সোয়েটার গুলোকে এখানের শীত বলে বলে ১০ গোল দিয়েছে । মাইরি , কাশ্মীর থেকে […]

অপুর দুগ্গা
এ কি , দূর্গা মন্দিরের দরজা বন্ধ কেন ? তাহলে অপু যা ভয় করছিল তাই হয়েছে কি ?
কলমে ~ আনন্দ
#AnariMinds #ThinkRoastEat

ধর্ম বনাম
আমার দেবতা পথের শিশুতে ,
ভিখারির দু মুঠো অন্নে ,
আমার দেবতা প্রতি খুশি ক্ষণে
বুকের কোঠর স্পন্দনে ।
কলমে ~ আনন্দ
#Rhymics #AnariMinds #ThinkRoastEat

Call-কলানি (IT স্পেশাল)
আজ আমরা ওপিয়াম এ মুখার্জী দা কে স্পেশাল ট্রিট দিচ্ছি , প্রথমে না না করে এখনো পর্যন্ত ৪ পেগ উড়িয়ে দিয়েছে মুখার্জী দা । কেন ট্রিট দিচ্ছি ?? উহঃ সব কিছু কি আর এক্সপ্লেইন করা যায় মশাই ।
লেখক ~ আনন্দ
#AnariMinds #ThinkRoastEat

প্রবাসী
“তুমি জানো? কখনো ইন্ডিয়া গেছো ?”
” না ! যাবার খুব ইচ্ছে আছে । তোমাদের দেশ খুব কালারফুল , কালচারালি স্ট্রং , কত লাঙ্গুয়েজেস, কত ডিফারেন্ট , বাট স্টিল ইউনাইটেড । কত ফেস্টিভালস, এন্ড ওই ওই ফেস্টিভ্যাল
যেটাতে ক্র্যাকারস থাকে ?”
“দিওয়ালি । ”
” ইয়েস , ইয়েস , আমার দারুন লাগে । ইন্ডিয়ান রা খুব ইন্টেলিজেন্ট হয় , ইন্ডিয়ান রা আমি দেখেছি এটলিস্ট ২-৩ রকম ভাষা সকলে বলতে পারে । তুমি ভাবো , আমরা এতো বড় দেশ , কিন্তু আমরা শুধু ইংলিশ ছাড়া কিছু জানি না ।”
কলমে ~ আনন্দ
#AnariMinds #ThinkRoastEat

সীমান্তে
কলেজের প্রথম দিন, গ্রাম থেকে প্রথম মফঃস্বলে এসেছে বিমল। পড়নে সাদা পাজামা, সুতির শার্ট, পায়ে হাওয়াই চপ্পল, মাথায় তেল দেওয়া চুল পরিপাটি করে আঁচড়ানো । ছোটোখাটো চেহারার বিমলকে ঢোলাঢালা শার্টে আরো বেঁটে লাগছিলো, মুখে ছড়ানো সারল্য, ভাষায় গ্রাম্য টান।
লেখক ~ আনন্দ
#AnariMinds #ThinkRoastEat

বৈষম্য
“এ হে হে ! যা যা …” – একটা মা ওদের কে চিৎকার করে ওঠে। বাচ্চা গুলো ভয়ে দৌড় পালায়, মা পার্কের গার্ড কে একটু হম্বি তম্বি করে আবার স্মার্টফোনে মশগুল হয়ে যায়।
লেখক ~ আনন্দ
#AnariMinds #ThinkRoastEat

ঘৃণ্য
তরতাজা মানুষ টা গান গাইতে ভালোবাসতো, আপনভোলা ছিলো, পরের দুঃখে ঝাঁপিয়ে পড়তো। সেই লোকটাকে অসহায় হয়ে পড়ে থাকতে দেখে মালা মুখে আঁচল দিয়েছিলো। যাদের জন্য সব কিছু ছেড়ে দিতে রাজি ছিল, তাদের কাছে চোর ডাক শোনাটা ও মেনে নিতে পারে নি।
লেখক ~ আনন্দ
#AnariMinds #ThinkRoastEat

রঙ্গিন গোধূলি
কলেজে রক্তিম বাবুর থেকে এক ক্লাস নিচে পড়তো নীলিমা, অপরূপ সুন্দরী, লাল শাড়ি , লাল টিপ্ আর পিঠ ছাপানো একপিঠ চুলের বিনুনি দুলিয়ে যখন সে কলেজ এর ক্লাস এ যেত অনেকের মনে উঠতো হিল্লোল| অনেকের মতো রক্তিম বাবু ও ঘায়েল ছিলেন।
লেখক ~ আনন্দ
#AnariMinds #ThinkRoastEat

নশ্বর
এবার ধীরে ধীরে ওই পুরোনো খাট এর তলায় তাকালাম। যা দেখলাম, মনে হল যেন আমার গোটা শরীরটা অবশ হয়ে যাচ্ছে। এটা তো সেই স্যুটকেস টা! যেটা আমি স্বপ্নে দেখেছিলাম। তাহলে এর মধ্যে কি……?
লেখক ~ অনির্বাণ, আনন্দ, অরিজিৎ, স্নিগ্ধা
#PujoSpecial #4Writers1Story
#AnariMinds #ThinkRoastEat

মুক্তিস্নান
ছেলেটার মুখের আদলটা চেনা চেনা লাগছে না? কোনো খুব কাছের লোকের সাথে এই ছেলেটার মুখের খুব মিল আছে। কার সাথে? কিছুতেই মনে পড়ছে না, অদ্ভুত এক অস্বস্তি ঘিরে ধরলো অবিকে। পিছনে অন্য গাড়ি গুলো থেকে হর্নের শব্দে ওর সম্বিৎ ফিরে এলো।
লেখক ~ আনন্দ
#AnariMinds #ThinkRoastEat

চোরাস্রোত
ট্রেন এর কামরাটাতে অফিস ফেরত কিছু যাত্রী তাস খেলতে আর ঘাম মুছতে ব্যস্ত, লোকাল ট্রেনের ফ্যানের হাওয়া নিচে পর্যন্ত আসেই না। নিলয় গল্পের বইয়ের পাতায় চোখ রাখলো, কিন্তু মন বসাতে পারলো না, মাথায় হাজার চিন্তা ভিড় করে আসছে।
লেখক ~ আনন্দ
#AnariMinds #ThinkRoastEat