পাইথন (বিগিনার)

***

পাইথন এই সময়ের একটি অন্যতম জনপ্রিয় কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বিশ্বের অধিকাংশ আধুনিক সফটওয়্যার কোম্পানি বিভিন্ন ক্ষেত্রে, যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, গেম ডেভেলপেন্ট, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, রোবোটিকস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি আরও অনেক জায়গায় পাইথন প্রোগ্রামিংএ কাজ করে। কিছু বিশেষ কোম্পানি যেমন গুগল, ফেসবুক, টুইটার, মাইক্রোসফট এই প্রোগ্রামিং ল্যাঙ্গোয়েজের চাহিদা সর্বাধিক। এর জনপ্রিয়তার কারণ হল খুব সহজেই এটি শিখে ফেলা যায় এবং খুব দ্রুত কাজ করা যায়। এছাড়া পাইথন ব্যবহার করা যায় সম্পূর্ণ বিনামূল্যে।

এই কোর্সে আমরা পাইথনের শুরুর দিকের সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারব। যেমন ভেরিয়েবল, কন্ডিশন, লুপ, ফাংশন, স্ট্রিং ইত্যাদি। 

কোর্সের প্রথম এপিসোডটি আপনার জন্য থাকছে সম্পূর্ণ বিনামূল্যে!

***

নির্মাল্য সেনগুপ্ত কম্পিটার সায়েন্সে ২০১৩ সালে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে বিটেক এবং ২০১৮ সালে যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন টেকনোলজিতে এম টেক করেন। ২০১৬ সালে GATE পরীক্ষাতেও তিনি কোয়ালিফাই করেন ৫০০ স্কোরে। ২০১৪১৫ সালে একটি সফটওয়্যার ফার্মে ওয়েবসাইট ডেভেলপার হিসেবে নির্মাল্যর কাজের অভিজ্ঞতা আছে। এরপর ২০১৭১৮ সালে টিচিং অ্যাসিস্ট্যান্ট পদে যাদবপুর ইউনিভার্সিটিতে, এবং ২০১৯ সালে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে টেকনো ইন্ডিয়া (মেইন) কলেজে শিক্ষকতা করেন তিনি। বর্তমানে নির্মাল্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে স্বামী বিবেকানন্দ ইন্সটিটিউট ফর মর্ডান স্টাডিজ (রিজেন্ট গ্রুপ) কলেজে নিযুক্ত।

 

নির্মাল্যবাবুর ফেসবুক প্রোফাইল ফলো করে রাখতে পারেন এই লিঙ্কে

 

কোর্সে এনরোল করার পর আপনার প্রশ্ন বা প্রাসঙ্গিক আলোচনার জন্য আমাদের লার্নাস ফোরামে যুক্ত হয়ে সরাসরি ইন্সট্রাকটরের সঙ্গে কোর্স সংক্রান্ত যে কোনও বিষয়ে আলোচনা করতে পারবেন। ফোরামের লিঙ্ক থাকবে কোর্সের ভিতর।

 

এছাড়া যেকোনও টেকনিকাল সমস্যা বা প্রশ্ন থাকলে মেসেজ করতে পারেন আনাড়ি মাইন্ডসের ফেসবুক পেজে (Anari Minds Academy) বা ইমেল করতে পারেন [email protected] অ্যাড্রেসে।
পাইথনের দুনিয়ায় আপনাকে স্বাগত।

Course Information

Estimated Time: ৭ ঘন্টা ২৩ মিনিট

Difficulty: Beginner

Categories: ,

Course Instructor

Nirmalya Sengupta Nirmalya Sengupta Author

নির্মাল্য সেনগুপ্ত কম্পিটার সায়েন্সে ২০১৩ সালে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে বিটেক এবং ২০১৮ সালে যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন টেকনোলজিতে এম টেক করেন। ২০১৬ সালে GATE পরীক্ষাতেও তিনি কোয়ালিফাই করেন ৫০০ স্কোরে। ২০১৪-১৫ সালে একটি সফটওয়্যার ফার্মে ওয়েবসাইট ডেভেলপার হিসেবে নির্মাল্যর কাজের অভিজ্ঞতা আছে। এরপর ২০১৭-১৮ সালে টিচিং অ্যাসিস্ট্যান্ট পদে যাদবপুর ইউনিভার্সিটিতে, এবং ২০১৯ সালে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে টেকনো ইন্ডিয়া (মেইন) কলেজে শিক্ষকতা করেন তিনি। বর্তমানে নির্মাল্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে স্বামী বিবেকানন্দ ইন্সটিটিউট ফর মর্ডান স্টাডিজ (রিজেন্ট গ্রুপ) কলেজে নিযুক্ত।

What Others Have Said

যত্ন নিয়ে বানানো একটি কোর্স
By: Pratik Kumar Dutta

কলেজ এবং অফিসের দৌলতে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই শিখতে হয়েছে.. কিন্তু এত যত্ন নিয়ে আর হাতে ধরে কোনোটাই শেখা হয়নি.. আনাড়ি মাইন্ডস এবং নির্মাল্য সেনগুপ্ত-কে অনেক অনেক ধন্যবাদ 'পাইথন' শেখার সুযোগ করে দেওয়ার জন্য.. ইন্টারমিডিয়েট ও এডভান্সড কোর্স টাও আনাড়ি মাইন্ডস থেকে শিখতে পারবো, এই অপেক্ষাতে রইলাম.. ভালো থাকবেন সবাই..


One thought on “পাইথন (বিগিনার)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.