ছোটগল্পের পাঠশালা

বাংলা ভাষায় আয়োজিত সর্বপ্রথম ছোটগল্পের কোর্সে আপনাকে স্বাগত জানাই। সাহিত্যিক শ্রী সৈকত মুখোপাধ্যায় ও সাহিত্যিক শ্রী বিনোদ ঘোষাল মহাশয়ের হাত ধরে আসুন শিখে নিই ছোটগল্প লেখার সমস্ত কলাকৌশল। বিদেশী ভাষায় গল্প লেখার অনেক কোর্স হয়ে থাকলেও বাংলা ভাষায় এমন কোর্স আজ অবধি হয়নি। ২০০০ থেকে ৫০০০ শব্দসংখ্যার মধ্যে গল্পগুলিকে আমরা সাধারণত ছোটগল্প হিসেবে বিবেচনা করে থাকি। এই কোর্সের আলোচ্য বিষয়ও ঠিক তাই।

আসুন পরিচয় করিয়ে দিই আমাদের শিক্ষকদের সঙ্গে।

 

~ সৈকত মুখোপাধ্যায় ~

সৈকত মুখোপাধ্যায়ের জন্ম ১৯৬৩ সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর–ডিগ্রির অধিকারী সৈকত কর্মসূত্রে ওয়েস্টবেঙ্গল রেভিনিউ সার্ভিসের যুগ্ম মহাধ্যক্ষ। ২০০৬ সালে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় বিভাগে প্রকাশিত হয় তাঁর প্রথম গল্প, ‘অবলোকিতেশ’। তার পর থেকে তিনি এই বাংলার প্রায় সমস্ত অগ্রগণ্য পত্রিকায় নিরবচ্ছিন্নভাবে নানান স্বাদের গল্প উপন্যাস উপহার দিয়ে চলেছেন। ফলত, আজ তিনি বাঙালি পাঠকদের কাছে একটি অত্যন্ত প্রিয় নাম। সৈকতের এযাবৎ প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশের অধিক। সুরসিক বন্ধুবৎসল এই মানুষটির প্রিয় শখ ট্রেকিং আর বার্ড-ওয়াচিং।

 

~ বিনোদ ঘোষাল ~

১৯৭৬ সালে জন্ম হুগলি জেলার কোন্নগরের কানাইপুর অঞ্চলে। বাণিজ্যে স্নাতক শ্রী বিনোদ ঘোষাল বিচিত্র কর্মজীবন কাটিয়ে অবশেষে লেখালিখিকেই জীবিকা বেছে নিয়েছেন। ২০০৩ সালে প্রথম গল্প প্রকাশ ‘দেশ’ পত্রিকায় আর প্রথম গল্পের বই ‘ডানাওলা মানুষ’ নিয়ে এসেছিল বাংলা সাহিত্যে প্রথম সাহিত্য আকাদেমি যুব পুরস্কার। তারপর পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার, গজেন্দ্রনাথ মিত্র সুমথনাথ ঘোষ স্মৃতি পুরস্কার, পূর্বভারত পুরস্কার, শৈলজানন্দ স্মৃতি পুরস্কার এবং আরও অনেক পুরস্কার সম্মাননায় ভূষিত হয়েছেন, দেশের বহু সাহিত্য উৎসবে বাংলা সাহিত্যের প্রতিনিধিত্ব করেছেন। রাইটার্স ইন রেসিডেন্স প্রোগ্রামে মাননীয় রাষ্ট্রপতির আমন্ত্রণে রাষ্ট্রপতিভবনে তাঁর পনেরোদিনের বিশেষ আতিথ্য লাভের সৌভাগ্য হয়েছে। একধিক গল্প মঞ্চে ও বেতারে নাট্যরূপ পেয়েছে। জনপ্রিয় এই লেখক ভারতের সংস্কৃতি মন্ত্রকের ফেলোশিপ পেয়েছেন।

কোর্সের প্রথম এপিসোডটি আপনার জন্য থাকছে সম্পূর্ণ বিনামূল্যে!

 

শিক্ষকদের ফেসবুক প্রোফাইল ফলো করে রাখতে পারেন এই লিঙ্কে।

 

এছাড়া যেকোনও টেকনিকাল সমস্যা বা প্রশ্ন থাকলে মেসেজ করতে পারেন আনাড়ি মাইন্ডসের ফেসবুক পেজে (Anari Minds Academy) বা ইমেল করতে পারেন [email protected] অ্যাড্রেসে।

 

তাহলে আর দেরি কিসের? শুরু হোক ছোটগল্পের পাঠশালা!

 

Course Information

Estimated Time: মোট ২ ঘন্টা ৮ মিনিটের কোর্স ভিডিও

Difficulty: Beginner

Categories: ,

Course Instructors

Saikat Mukhopadhyay Saikat Mukhopadhyay Author

সৈকত মুখোপাধ্যায়ের জন্ম ১৯৬৩ সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর–ডিগ্রির অধিকারী সৈকত কর্মসূত্রে ওয়েস্টবেঙ্গল রেভিনিউ সার্ভিসের যুগ্ম মহাধ্যক্ষ। ২০০৬ সালে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় বিভাগে প্রকাশিত হয় তাঁর প্রথম গল্প, ‘অবলোকিতেশ’। তার পর থেকে তিনি এই বাংলার প্রায় সমস্ত অগ্রগণ্য পত্রিকায় নিরবচ্ছিন্নভাবে নানান স্বাদের গল্প উপন্যাস উপহার দিয়ে চলেছেন। ফলত, আজ তিনি বাঙালি পাঠকদের কাছে একটি অত্যন্ত প্রিয় নাম। সৈকতের এযাবৎ প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশের অধিক। সুরসিক বন্ধুবৎসল এই মানুষটির প্রিয় শখ ট্রেকিং আর বার্ড-ওয়াচিং।

Binod Ghoshal Binod Ghoshal Author

১৯৭৬ সালে জন্ম হুগলি জেলার কোন্নগরের কানাইপুর অঞ্চলে। বাণিজ্যে স্নাতক শ্রী বিনোদ ঘোষাল বিচিত্র কর্মজীবন কাটিয়ে অবশেষে লেখালিখিকেই জীবিকা বেছে নিয়েছেন। ২০০৩ সালে প্রথম গল্প প্রকাশ 'দেশ' পত্রিকায় আর প্রথম গল্পের বই 'ডানাওলা মানুষ' নিয়ে এসেছিল বাংলা সাহিত্যে প্রথম সাহিত্য আকাদেমি যুব পুরস্কার। তারপর পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার, গজেন্দ্রনাথ মিত্র সুমথনাথ ঘোষ স্মৃতি পুরস্কার, পূর্বভারত পুরস্কার, শৈলজানন্দ স্মৃতি পুরস্কার এবং আরও অনেক পুরস্কার সম্মাননায় ভূষিত হয়েছেন, দেশের বহু সাহিত্য উৎসবে বাংলা সাহিত্যের প্রতিনিধিত্ব করেছেন। রাইটার্স ইন রেসিডেন্স প্রোগ্রামে মাননীয় রাষ্ট্রপতির আমন্ত্রণে রাষ্ট্রপতিভবনে তাঁর পনেরোদিনের বিশেষ আতিথ্য লাভের সৌভাগ্য হয়েছে। একধিক গল্প মঞ্চে ও বেতারে নাট্যরূপ পেয়েছে। জনপ্রিয় এই লেখক ভারতের সংস্কৃতি মন্ত্রকের ফেলোশিপ পেয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.